[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮১ ।

[81] وَالَّذى يُميتُنى ثُمَّ يُحيينِ
[81] যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
[81] “And Who will cause me to die, and then will bring me to life (again);

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮২ ।

[82] وَالَّذى أَطمَعُ أَن يَغفِرَ لى خَطيـَٔتى يَومَ الدّينِ
[82] আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
[82] “And Who, I hope will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection),”

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮৩ ।

[83] رَبِّ هَب لى حُكمًا وَأَلحِقنى بِالصّٰلِحينَ
[83] হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
[83] My Lord! Bestow Hukm (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous,

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮৫ ।

[85] وَاجعَلنى مِن وَرَثَةِ جَنَّةِ النَّعيمِ
[85] এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
[85] And make me one of the inheritors of the Paradise of Delight.

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮৬ ।

[86] وَاغفِر لِأَبى إِنَّهُ كانَ مِنَ الضّالّينَ
[86] এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
[86] And forgive my father, verily he is of the erring.

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৮৯ ।

[89] إِلّا مَن أَتَى اللَّهَ بِقَلبٍ سَليمٍ
[89] কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
[89] Except him who brings to Allâh a clean heart [clean from Shirk (polytheism) and Nifâq (hypocrisy)].

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯০ ।

[90] وَأُزلِفَتِ الجَنَّةُ لِلمُتَّقينَ
[90] জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
[90] And Paradise will be brought near to the Muttaqûn (pious and righteous persons – see V.2:2).

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯২ ।

[92] وَقيلَ لَهُم أَينَ ما كُنتُم تَعبُدونَ
[92] তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
[92] And it will be said to them: “Where are those (the false gods whom you used to set up as rivals with Allâh) that you used to worship.

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯৩ ।

[93] مِن دونِ اللَّهِ هَل يَنصُرونَكُم أَو يَنتَصِرونَ
[93] আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
[93] “Instead of Allâh? Can they help you or (even) help themselves?”

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯৪ ।

[94] فَكُبكِبوا فيها هُم وَالغاوۥنَ
[94] অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
[94] Then they will be thrown on their faces into the (Fire), They and the Ghâwûn (devils, and those who were in error).

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯৮ ।

[98] إِذ نُسَوّيكُم بِرَبِّ العٰلَمينَ
[98] যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
[98] When We held you (false gods) as equals (in worship) with the Lord of the ‘Alamîn (mankind, jinn and all that exists);

[২৬] সুরা শু’য়ারা : আয়াত ৯৯ ।

[99] وَما أَضَلَّنا إِلَّا المُجرِمونَ
[99] আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
[99] And none has brought us into error except the Mujrimûn [Iblîs (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors],