[১০৫] সুরা ফীল : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِأَصحٰبِ الفيلِ
[1] আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
[1] Have you (O Muhammad (SAW)) not seen how your Lord dealt with the Owners of the Elephant? [The elephant army which came from Yemen under the command of Abrahah Al-Ashram intending to destroy the Ka’bah at Makkah].

[১০৬] সুরা কুরাইশ : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] لِإيلٰفِ قُرَيشٍ
[1] কোরাইশের আসক্তির কারণে,
[1] (It is a great Grace and protection from Allâh), for the taming of the Quraish,

সুরা কুরাইশ : আয়াত ০২(দুই)।

[2] إۦلٰفِهِم رِحلَةَ الشِّتاءِ وَالصَّيفِ
[2] আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।
[2] (And with all those Allâh’s Grace and Protections for their taming, We cause) the (Quraish) caravans to set forth safe in winter (to the south), and in summer (to the north without any fear),

সুরা কুরাইশ : আয়াত ০৩(তিন)।

[3] فَليَعبُدوا رَبَّ هٰذَا البَيتِ
[3] অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার
[3] So let them worship (Allâh) the Lord of this House (the Ka’bah in Makkah).

সুরা কুরাইশ : আয়াত ০৪(চার)।

[4] الَّذى أَطعَمَهُم مِن جوعٍ وَءامَنَهُم مِن خَوفٍ
[4] যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
[4] (He) Who has fed them against hunger, and has made them safe from fear.

[১০৭] সুরা মাউন : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] أَرَءَيتَ الَّذى يُكَذِّبُ بِالدّينِ
[1] আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
[1] Have you seen him who denies the Recompense?

[১০৮] সুরা কাউসার : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِنّا أَعطَينٰكَ الكَوثَرَ
[1] নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
[1] Verily, We have granted you (O Muhammad (SAW)) Al-Kauthar (a river in Paradise);

সুরা কাউসার : আয়াত ০২(দুই)।

[2] فَصَلِّ لِرَبِّكَ وَانحَر
[2] অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
[2] Therefore turn in prayer to your Lord and sacrifice (to Him only)