সুরা দুহা : আয়াত ০৮(আট)।

[8] وَوَجَدَكَ عائِلًا فَأَغنىٰ
[8] তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
[8] And He found you poor, and made you rich (selfsufficient with selfcontentment)?

সুরা দুহা : আয়াত ১১(এগারো)।

[11] وَأَمّا بِنِعمَةِ رَبِّكَ فَحَدِّث
[11] এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
[11] And proclaim the Grace of your Lord (i.e. the Prophethood and all other Graces).

[৯৪] সুরা আলাম-নাশরাহ : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] أَلَم نَشرَح لَكَ صَدرَكَ
[1] আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
[1] Have We not opened your breast for you (O Muhammad (SAW))?

সুরা আলাম-নাশরাহ : আয়াত ০৬।

[6] إِنَّ مَعَ العُسرِ يُسرًا
[6] নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
[6] Verily, along with hardship is relief (i.e. there is one hardship with two reliefs, so one hardship cannot overcome two reliefs)

[৯৫] সুরা তীন : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] وَالتّينِ وَالزَّيتونِ
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
[1] By the fig, and the olive,

সুরা তীন : আয়াত ০৬।

[6] إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
[6] Save those who believe (in Islâmic Monotheism) and do righteous deeds, Then they shall have a reward without end (Paradise).