সুরা কাউসার : আয়াত ০৩(তিন)।

[3] إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ
[3] যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
[3] For he who hates you (O Muhammad (Peace be upon him)), he will be cut off (from every posterity good thing in this world and in the Hereafter).

[১০৯] সুরা কাফিরূন : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] قُل يٰأَيُّهَا الكٰفِرونَ
[1] বলুন, হে কাফেরকূল,
[1] Say (O Muhammad (SAW) to these Mushrikûn and Kâfirûn): “O Al-Kâfirûn (disbelievers in Allâh, in His Oneness, in His Angels, in His Books, in His Messengers, in the Day of Resurrection, and in Al-Qadar)!

সুরা কাফিরূন : আয়াত ০৬।

[6] لَكُم دينُكُم وَلِىَ دينِ
[6] তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
[6] “To you be your religion, and to me my religion (Islâmic Monotheism).”

[১১০] সুরা ন’সর: আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِذا جاءَ نَصرُ اللَّهِ وَالفَتحُ
[1] যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
[1] When there comes the Help of Allâh (to you, O Muhammad (SAW) against your enemies) and the conquest (of Makkah),

সুরা ন’সর: আয়াত ০২(দুই)।

[2] وَرَأَيتَ النّاسَ يَدخُلونَ فى دينِ اللَّهِ أَفواجًا
[2] এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
[2] And you see that the people enter Allâh’s religion (Islâm) in crowds,

সুরা ন’সর: আয়াত ০৩(তিন)।

[3] فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَاستَغفِرهُ ۚ إِنَّهُ كانَ تَوّابًا
[3] তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
[3] So glorify the Praises of your Lord, and ask His Forgiveness. Verily, He is the One Who accepts the repentance and Who forgives.

[১১১] সুরা লাহাব: আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] تَبَّت يَدا أَبى لَهَبٍ وَتَبَّ
[1] আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,
[1] Perish the two hands of Abû Lahab (an uncle of the Prophet), and perish he!

সুরা লাহাব: আয়াত ০৪(চার)।

[4] وَامرَأَتُهُ حَمّالَةَ الحَطَبِ
[4] এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
[4] And his wife too, who carries wood (thorns of Sadan which she used to put on the way of the Prophet (SAW) , or use to slander him).

[১১২] সুরা ইখলাস : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] قُل هُوَ اللَّهُ أَحَدٌ
[1] বলুন, তিনি আল্লাহ, এক,
[1] Say (O Muhammad (SAW)): “He is Allâh, (the) One.

[১১৩] সুরা ফালাক : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the Lord of the daybreak,