সুরা ফালাক : আয়াত ০৩(তিন)।

[3] وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ
[3] অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
[3] “And from the evil of the darkening (night) as it comes with its darkness; (or the moon as it sets or goes away)

সুরা ফালাক : আয়াত ০৪(চার)।

[4] وَمِن شَرِّ النَّفّٰثٰتِ فِى العُقَدِ
[4] গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
[4] “And from the evil of those who practise witchcrafts when they blow in the knots,

সুরা নাস: আয়াত ০৪(চার)।

[4] مِن شَرِّ الوَسواسِ الخَنّاسِ
[4] তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
[4] “From the evil of the whisperer (devil who whispers evil in the hearts of men) who withdraws (from his whispering in one’s heart after one remembers Allâh) ,

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সৎ উদ্দেশ্যে মানবের কল্যাণে আল্লাহর বাণী নিয়ে গবেষণার কাজকে বেগবান করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্যতা বৃদ্ধির পথকে সুগম করার লক্ষ্যে আল্লাহর নামে কাজ শুরু করলাম।