[১০৮] সুরা কাউসার : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِنّا أَعطَينٰكَ الكَوثَرَ
[1] নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
[1] Verily, We have granted you (O Muhammad (SAW)) Al-Kauthar (a river in Paradise);

সুরা কাউসার : আয়াত ০২(দুই)।

[2] فَصَلِّ لِرَبِّكَ وَانحَر
[2] অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
[2] Therefore turn in prayer to your Lord and sacrifice (to Him only)

সুরা কাউসার : আয়াত ০৩(তিন)।

[3] إِنَّ شانِئَكَ هُوَ الأَبتَرُ
[3] যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
[3] For he who hates you (O Muhammad (Peace be upon him)), he will be cut off (from every posterity good thing in this world and in the Hereafter).