[১১৩] সুরা ফালাক : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] قُل أَعوذُ بِرَبِّ الفَلَقِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the Lord of the daybreak,

সুরা ফালাক : আয়াত ০৩(তিন)।

[3] وَمِن شَرِّ غاسِقٍ إِذا وَقَبَ
[3] অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
[3] “And from the evil of the darkening (night) as it comes with its darkness; (or the moon as it sets or goes away)

সুরা ফালাক : আয়াত ০৪(চার)।

[4] وَمِن شَرِّ النَّفّٰثٰتِ فِى العُقَدِ
[4] গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
[4] “And from the evil of those who practise witchcrafts when they blow in the knots,