সুরা সাফফাত : আয়াত ১৬২ ।

[162] ما أَنتُم عَلَيهِ بِفٰتِنينَ
[162] তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
[162] Cannot lead astray [turn away from Him (Allâh) anyone of the believers],

সুরা সাফফাত : আয়াত ১৬৩ ।

[163] إِلّا مَن هُوَ صالِ الجَحيمِ
[163] শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
[163] Except those who are predestined to burn in Hell!

সুরা সাফফাত : আয়াত ১৬৪ ।

[164] وَما مِنّا إِلّا لَهُ مَقامٌ مَعلومٌ
[164] আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
[164] And there is not one of us (angels) but has his known place (or position);

সুরা সাফফাত : আয়াত ১৬৫ ।

[165] وَإِنّا لَنَحنُ الصّافّونَ
[165] এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
[165] Verily, we (angels), we stand in rows (for the prayers as you Muslims stand in rows for your prayers);

সুরা সাফফাত : আয়াত ১৬৬ ।

[166] وَإِنّا لَنَحنُ المُسَبِّحونَ
[166] এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
[166] And verily, we (angels), indeed are those who glorify (Allâh’s Praises i.e. perform prayers).

সুরা সাফফাত : আয়াত ১৬৮ ।

[168] لَو أَنَّ عِندَنا ذِكرًا مِنَ الأَوَّلينَ
[168] যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
[168] “If we had a reminder as had the men of old (before the coming of Prophet Muhammad SAW as a Messenger of Allâh).

সুরা সাফফাত : আয়াত ১৬৯ ।

[169] لَكُنّا عِبادَ اللَّهِ المُخلَصينَ
[169] তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
[169] “We would have indeed been the chosen slaves of Allâh (true believers of Islâmic Monotheism)!”

সুরা সাফফাত : আয়াত ১৭০ ।

[170] فَكَفَروا بِهِ ۖ فَسَوفَ يَعلَمونَ
[170] বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
[170] But (now that the Qur’ân has come) they disbelieve therein (i.e. in the Qur’ân and in Prophet Muhammad SAW , and all that he brought, the Divine Revelation), so they will come to know!

সুরা সাফফাত : আয়াত ১৭১ ।

[171] وَلَقَد سَبَقَت كَلِمَتُنا لِعِبادِنَا المُرسَلينَ
[171] আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
[171] And, verily, Our Word has gone forth of old for Our slaves, the Messengers,

সুরা সাফফাত : আয়াত ১৭৪ ।

[174] فَتَوَلَّ عَنهُم حَتّىٰ حينٍ
[174] অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
[174] So turn away (O Muhammad SAW) from them for a while,

সুরা সাফফাত : আয়াত ১৭৫ ।

[175] وَأَبصِرهُم فَسَوفَ يُبصِرونَ
[175] এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
[175] And watch them and they shall see (the punishment)!

সুরা সাফফাত : আয়াত ১৭৭ ।

[177] فَإِذا نَزَلَ بِساحَتِهِم فَساءَ صَباحُ المُنذَرينَ
[177] অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
[177] Then, when it descends into their courtyard (i.e. near to them), evil will be the morning for those who had been warned!

সুরা সাফফাত : আয়াত ১৭৯ ।

[179] وَأَبصِر فَسَوفَ يُبصِرونَ
[179] এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
[179] And watch and they shall see (the torment)!

সুরা সাফফাত : আয়াত ১৮০ ।

[180] سُبحٰنَ رَبِّكَ رَبِّ العِزَّةِ عَمّا يَصِفونَ
[180] পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
[180] Glorified is your Lord, the Lord of Honour and Power! (He is free) from what they attribute unto Him!