সুরা সাফফাত : আয়াত ৪৫ ।

[45] يُطافُ عَلَيهِم بِكَأسٍ مِن مَعينٍ
[45] তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
[45] Round them will be passed a cup of pure wine,—

সুরা সাফফাত : আয়াত ৪৭ ।

[47] لا فيها غَولٌ وَلا هُم عَنها يُنزَفونَ
[47] তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
[47] Neither will they have Ghoul (any kind of hurt, abdominal pain, headache, a sin) from that, nor will they suffer intoxication therefrom.

সুরা সাফফাত : আয়াত ৪৮ ।

[48] وَعِندَهُم قٰصِرٰتُ الطَّرفِ عينٌ
[48] তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
[48] And beside them will be Qâsirât-at-Tarf [chaste females (wives), restraining their glances (desiring none except their husbands)], with wide and beautiful eyes.

সুরা সাফফাত : আয়াত ৫০ ।

[50] فَأَقبَلَ بَعضُهُم عَلىٰ بَعضٍ يَتَساءَلونَ
[50] অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
[50] Then they will turn to one another, mutually questioning.

সুরা সাফফাত : আয়াত ৫১ ।

[51] قالَ قائِلٌ مِنهُم إِنّى كانَ لى قَرينٌ
[51] তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
[51] A speaker of them will say: “Verily, I had a companion (in the world),

সুরা সাফফাত : আয়াত ৫৩ ।

[53] أَءِذا مِتنا وَكُنّا تُرابًا وَعِظٰمًا أَءِنّا لَمَدينونَ
[53] আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
[53] “(That) when we die and become dust and bones, shall we indeed (be raised up) to receive reward or punishment (according to our deeds)?”

সুরা সাফফাত : আয়াত ৫৫ ।

[55] فَاطَّلَعَ فَرَءاهُ فى سَواءِ الجَحيمِ
[55] অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
[55] So he looked down and saw him in the midst of the Fire.

সুরা সাফফাত : আয়াত ৫৬ ।

[56] قالَ تَاللَّهِ إِن كِدتَ لَتُردينِ
[56] সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
[56] He said: “By Allâh! You have nearly ruined me.

সুরা সাফফাত : আয়াত ৫৭ ।

[57] وَلَولا نِعمَةُ رَبّى لَكُنتُ مِنَ المُحضَرينَ
[57] আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
[57] “Had it not been for the Grace of my Lord, I would certainly have been among those brought forth (to Hell).”

সুরা সাফফাত : আয়াত ৫৯ ।

[59] إِلّا مَوتَتَنَا الأولىٰ وَما نَحنُ بِمُعَذَّبينَ
[59] আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
[59] “Except our first death, and we shall not be punished? (after we have entered Paradise).”