সুরা সা’দ : আয়াত ৮২ ।

[82] قالَ فَبِعِزَّتِكَ لَأُغوِيَنَّهُم أَجمَعينَ
[82] সে বলল, আপনার ইযযতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।
[82] [Iblîs (Satan)] said: “By Your Might, then I will surely mislead them all,

সুরা সা’দ : আয়াত ৮৩ ।

[83] إِلّا عِبادَكَ مِنهُمُ المُخلَصينَ
[83] তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।
[83] “Except Your chosen slaves amongst them (faithful, obedient, true believers of Islâmic Monotheism).”

সুরা সা’দ : আয়াত ৮৫ ।

[85] لَأَملَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنهُم أَجمَعينَ
[85] তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।
[85] That I will fill Hell with you [Iblîs (Satan)] and those of them (mankind) that follow you, together.”

সুরা সা’দ : আয়াত ৮৬ ।

[86] قُل ما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ وَما أَنا۠ مِنَ المُتَكَلِّفينَ
[86] বলুন, আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই।
[86] Say (O Muhammad SAW): “No wage do I ask of you for this (the Qur’ân), nor am I one of the Mutakallifûn (those who pretend and fabricate things which do not exist).