[৯০] সুরা বা’লাদ : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] لا أُقسِمُ بِهٰذَا البَلَدِ
[1] আমি এই নগরীর শপথ করি
[1] I swear by this city (Makkah);

সুরা বা’লাদ : আয়াত ০২(দুই)।

[2] وَأَنتَ حِلٌّ بِهٰذَا البَلَدِ
[2] এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।
[2] And you are free (from sin and to punish the enemies of Islâm on the Day of the conquest) in this city (Makkah) ,

সুরা বা’লাদ : আয়াত ১১(এগার)।

[11] فَلَا اقتَحَمَ العَقَبَةَ
[11] অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।
[11] But he has not attempted to pass on the path that is steep (i.e. the path which will lead to goodness and success).

সুরা বা’লাদ : আয়াত ১৭(সতের)।

[17] ثُمَّ كانَ مِنَ الَّذينَ ءامَنوا وَتَواصَوا بِالصَّبرِ وَتَواصَوا بِالمَرحَمَةِ
[17] অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।
[17] Then he became one of those who believed, (in the Islamic Monothsim) and recommended one another to perseverance and patience, and (also) recommended one another to pity and compassion.

সুরা বা’লাদ : আয়াত ১৯(ঊনিশ)।

[19] وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِنا هُم أَصحٰبُ المَشـَٔمَةِ
[19] আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।
[19] But those who disbelieved in Our Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.), they are those on the Left Hand (the dwellers of Hell)

সুরা বা’লাদ : আয়াত ২০(বিশ)।

[20] عَلَيهِم نارٌ مُؤصَدَةٌ
[20] তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।
[20] The Fire will be shut over them (i.e. they will be enveloped by the Fire without any opening or window or outlet.