[৮২] সুরা ইনফিতার : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِذَا السَّماءُ انفَطَرَت
[1] যখন আকাশ বিদীর্ণ হবে,
[1] When the heaven is cleft asunder.

সুরা ইনফিতার : আয়াত ০৫(পাঁচ)।

[5] عَلِمَت نَفسٌ ما قَدَّمَت وَأَخَّرَت
[5] তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
[5] (Then) a person will know what he has sent forward and (what he has) left behind (of good or bad deeds).

সুরা ইনফিতার : আয়াত ০৬।

[6] يٰأَيُّهَا الإِنسٰنُ ما غَرَّكَ بِرَبِّكَ الكَريمِ
[6] হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
[6] O man! What has made you careless about your Lord, the Most Generous?

সুরা ইনফিতার : আয়াত ০৭(সাত)।

[7] الَّذى خَلَقَكَ فَسَوّىٰكَ فَعَدَلَكَ
[7] যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
[7] Who created you, fashioned you perfectly, and gave you due proportion;

সুরা ইনফিতার : আয়াত ০৯(নয়)।

[9] كَلّا بَل تُكَذِّبونَ بِالدّينِ
[9] কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
[9] Nay! But you deny the Ad-Din (i.e. the Day of Recompense).

সুরা ইনফিতার : আয়াত ১০(দশ)।

[10] وَإِنَّ عَلَيكُم لَحٰفِظينَ
[10] অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
[10] But verily, over you (are appointed angels in charge of mankind) to watch you ,

সুরা ইনফিতার : আয়াত ১৪ (চৌদ্দ)।

[14] وَإِنَّ الفُجّارَ لَفى جَحيمٍ
[14] এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
[14] And verily, the Fujjâr (the wicked, disbelievers, polytheists sinners and evil-doers) will be in the blazing Fire (Hell),

সুরা ইনফিতার : আয়াত ১৯(ঊনিশ)।

[19] يَومَ لا تَملِكُ نَفسٌ لِنَفسٍ شَيـًٔا ۖ وَالأَمرُ يَومَئِذٍ لِلَّهِ
[19] যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর।
[19] (It will be) the Day when no person shall have power (to do) anything for another, and the Decision, that Day, will be (wholly) with Allâh.