[41] عَنِ المُجرِمينَ
[41] অপরাধীদের সম্পর্কে
[41] About Al-Mujrimûn (polytheists, criminals, disbelievers), (And they will
say to them):
Category Archives: ৭৪. মুদাসসির (পোশাক পরিহিত)
সুরা মুদ্দাসসির : আয়াত ৪২ ।
[42] ما سَلَكَكُم فى سَقَرَ
[42] বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত
করেছে?
[42] “What has caused you to enter Hell?”
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৩ ।
[43] قالوا لَم نَكُ مِنَ المُصَلّينَ
[43] তারা বলবেঃ আমরা নামায
পড়তাম না,
[43] They will say: “We were not of those who used to offer the Salât
(prayers)
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৪ ।
[44] وَلَم نَكُ نُطعِمُ المِسكينَ
[44] অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
[44] “Nor we used to feed Al-Miskin (the poor);
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৫ ।
[45] وَكُنّا نَخوضُ مَعَ الخائِضينَ
[45] আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
[45] “And we used to talk falsehood (all that which Allâh hated) with vain
talkers
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৬ ।
[46] وَكُنّا نُكَذِّبُ بِيَومِ الدّينِ
[46] এবং আমরা প্রতিফল দিবসকে
অস্বীকার করতাম।
[46] “And we used to belie the Day of Recompense
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৭ ।
[47] حَتّىٰ أَتىٰنَا اليَقينُ
[47] আমাদের মৃত্যু পর্যন্ত।
[47] “Until there came to us (the death) that is certain.”
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৮ ।
[48] فَما تَنفَعُهُم شَفٰعَةُ الشّٰفِعينَ
[48] অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে
আসবে না।
[48] So no intercession of intercessors will be of any use to them
সুরা মুদ্দাসসির : আয়াত ৪৯ ।
[49] فَما لَهُم عَنِ التَّذكِرَةِ مُعرِضينَ
[49] তাদের কি হল যে,
তারা উপদেশ থেকে মুখ
ফিরিয়ে নেয়?
[49] Then what is wrong with them (i.e. the polythesists the disbelievers) that
they turn away from (receiving) admonition?
সুরা মুদ্দাসসির : আয়াত ৫০ ।
[50] كَأَنَّهُم حُمُرٌ مُستَنفِرَةٌ
[50] যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত
গর্দভ।
[50] As if they were (frightened) wild donkeys.
সুরা মুদ্দাসসির : আয়াত ৫১ ।
[51] فَرَّت مِن قَسوَرَةٍ
[51] হট্টগোলের কারণে পলায়নপর।
[51] Fleeing from a hunter, or a lion, or a beast of prey.
সুরা মুদ্দাসসির : আয়াত ৫২ ।
[52] بَل يُريدُ كُلُّ امرِئٍ مِنهُم أَن يُؤتىٰ صُحُفًا مُنَشَّرَةً
[52] বরং তাদের প্রত্যেকেই চায়
তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ
দেয়া হোক।
[52] Nay, everyone of them desires that he should be given pages spread out
(coming from Allâh with a writing that Islâm is the right religion, and
Muhammad SAW has come with the truth from Allâh the Lord of the heavens and
earth).
সুরা মুদ্দাসসির : আয়াত ৫৩ ।
[53] كَلّا ۖ بَل لا يَخافونَ الءاخِرَةَ
[53] কখনও না, বরং তারা
পরকালকে ভয় করে না।
[53] Nay! But they fear not the Hereafter (from Allâh’s punishment).
সুরা মুদ্দাসসির : আয়াত ৫৪ ।
[54] كَلّا إِنَّهُ تَذكِرَةٌ
[54] কখনও না, এটা তো
উপদেশ মাত্র।
[54] Nay, verily, this (Qur’ân) is an admonition.
সুরা মুদ্দাসসির : আয়াত ৫৫ ।
[55] فَمَن شاءَ ذَكَرَهُ
[55] অতএব, যার ইচ্ছা, সে
একে স্মরণ করুক।
[55] So whosoever will (let him read it), and receive admonition (from it)!
সুরা মুদ্দাসসির : আয়াত ৫৬ ।
[56] وَما يَذكُرونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ ۚ هُوَ أَهلُ التَّقوىٰ وَأَهلُ
المَغفِرَةِ
[56] তারা স্মরণ করবে না,
কিন্তু যদি আল্লাহ চান।
তিনিই ভয়ের যোগ্য এবং
ক্ষমার অধিকারী।
[56] And they will not receive admonition unless Allâh wills; He (Allâh) is the
One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him,
and should not take any Ilâh (God) along with Him, and He is the One Who
forgives (sins).