সুরা কিয়ামা’ত : আয়াত ২৫ ।

[25] تَظُنُّ أَن يُفعَلَ بِها فاقِرَةٌ
[25] তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
[25] Thinking that some calamity is about to fall on them;

সুরা কিয়ামা’ত : আয়াত ২৮ ।

[28] وَظَنَّ أَنَّهُ الفِراقُ
[28] এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
[28] And he (the dying person) will conclude that it was (the time) of parting (death);

সুরা কিয়ামা’ত : আয়াত ৩১ ।

[31] فَلا صَدَّقَ وَلا صَلّىٰ
[31] সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
[31] So he (the disbeliever) neither believed (in this Qur’ân, and in the Message of Muhammad SAW) nor prayed!

সুরা কিয়ামা’ত : আয়াত ৩২ ।

[32] وَلٰكِن كَذَّبَ وَتَوَلّىٰ
[32] পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
[32] But on the contrary, he belied (this Qur’ân and the Message of Muhammad SAW) and turned away!

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৩ ।

[33] ثُمَّ ذَهَبَ إِلىٰ أَهلِهِ يَتَمَطّىٰ
[33] অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
[33] Then he walked in conceit (full pride) to his family admiring himself!

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৬ ।

[36] أَيَحسَبُ الإِنسٰنُ أَن يُترَكَ سُدًى
[36] মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
[36] Does man think that he will be left neglected [without being punished or rewarded for the obligatory duties enjoined by his Lord (Allâh) on him]?

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৮ ।

[38] ثُمَّ كانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّىٰ
[38] অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
[38] Then he became an ‘Alaqa (a clot); then (Allâh) shaped and fashioned (him) in due proportion.

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৯ ।

[39] فَجَعَلَ مِنهُ الزَّوجَينِ الذَّكَرَ وَالأُنثىٰ
[39] অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
[39] And made him in two sexes, male and female.

সুরা কিয়ামা’ত : আয়াত ৪০ ।

[40] أَلَيسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحۦِىَ المَوتىٰ
[40] তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
[40] Is not He (Allâh Who does that), Able to give life to the dead? (Yes! He is Able to do all things).