সুরা দুখান : আয়াত ৪১ ।

[41] يَومَ لا يُغنى مَولًى عَن مَولًى شَيـًٔا وَلا هُم يُنصَرونَ
[41] যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
[41] The Day when Maula (a near relative) cannot avail Maula (a near relative) in aught, and no help can they receive,

সুরা দুখান : আয়াত ৪২ ।

[42] إِلّا مَن رَحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ العَزيزُ الرَّحيمُ
[42] তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।
[42] Except him on whom Allâh has Mercy. Verily, He is the All-Mighty, the Most Merciful.

সুরা দুখান : আয়াত ৪৭ ।

[47] خُذوهُ فَاعتِلوهُ إِلىٰ سَواءِ الجَحيمِ
[47] একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
[47] (It will be said) “Seize him and drag him into the midst of blazing Fire,

সুরা দুখান : আয়াত ৫৩ ।

[53] يَلبَسونَ مِن سُندُسٍ وَإِستَبرَقٍ مُتَقٰبِلينَ
[53] তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
[53] Dressed in fine silk and (also) in thick silk, facing each other,

সুরা দুখান : আয়াত ৫৪ ।

[54] كَذٰلِكَ وَزَوَّجنٰهُم بِحورٍ عينٍ
[54] এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
[54] So (it will be), and We shall marry them to Hur (fair females) with wide, lovely eyes.

সুরা দুখান : আয়াত ৫৬ ।

[56] لا يَذوقونَ فيهَا المَوتَ إِلَّا المَوتَةَ الأولىٰ ۖ وَوَقىٰهُم عَذابَ الجَحيمِ
[56] তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
[56] They will never taste death therein except the first death (of this world), and He will save them from the torment of the blazing Fire,

সুরা দুখান : আয়াত ৫৮ ।

[58] فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
[58] আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
[58] Certainly, We have made this (Qur’ân) easy in your tongue, in order that they may remember.