[২১] সুরা আম্বিয়া : আয়াত ০৩ ।

[3] لاهِيَةً قُلوبُهُم ۗ وَأَسَرُّوا النَّجوَى الَّذينَ ظَلَموا هَل هٰذا إِلّا بَشَرٌ مِثلُكُم ۖ أَفَتَأتونَ السِّحرَ وَأَنتُم تُبصِرونَ
[3] তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মত একজন মানুষ; এমতাবস্থায় দেখে শুনে তোমরা তার যাদুর কবলে কেন পড়?
[3] With their hearts occupied (with evil things) Those who do wrong, conceal their private counsels, (saying): “Is this (Muhammad SAW) more than a human being like you? Will you submit to magic while you see it?”