[২৭] সুরা নাম’ল : আয়াত ০৮ ।

[8] فَلَمّا جاءَها نودِىَ أَن بورِكَ مَن فِى النّارِ وَمَن حَولَها وَسُبحٰنَ اللَّهِ رَبِّ العٰلَمينَ
[8] অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি, যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত।
[8] But when he came to it, he was called: “Blessed is whosoever is in the fire, and whosoever is round about it! And glorified is Allâh, the Lord of the ‘Alamîn (mankind, jinn and all that exists).