[৩০] সুরা রূম : আয়াত ৩০ ।

[30] فَأَقِم وَجهَكَ لِلدّينِ حَنيفًا ۚ فِطرَتَ اللَّهِ الَّتى فَطَرَ النّاسَ عَلَيها ۚ لا تَبديلَ لِخَلقِ اللَّهِ ۚ ذٰلِكَ الدّينُ القَيِّمُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
[30] তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।
[30] So set you (O Muhammad SAW) your face towards the religion (of pure Islâmic Monotheism) Hanif (worship none but Allâh Alone) Allâh’s Fitrah (i.e. Allâh’s Islâmic Monotheism), with which He has created mankind. No change let there be in Khalq¬illâh (i.e. the religion of Allâh — Islâmic Monotheism), that is the straight religion, but most of men know not. (Tafsir At¬Tabarî)