সুরা যূখরুফ : আয়াত ১৭ ।

[17] وَإِذا بُشِّرَ أَحَدُهُم بِما ضَرَبَ لِلرَّحمٰنِ مَثَلًا ظَلَّ وَجهُهُ مُسوَدًّا وَهُوَ كَظيمٌ
[17] তারা রহমান আল্লাহর জন্যে যে, কন্যা-সন্তান বর্ণনা করে, যখন তাদের কাউকে তার সংবাদ দেয়া হয়, তখন তার মুখমন্ডল কালো হয়ে যায় এবং ভীষণ মনস্তাপ ভোগ করে।
[17] And if one of them is informed of the news of (the birth of a girl) that which he set forth as a parable to the Most Gracious (Allâh) (i.e. of a girl), his face becomes dark, gloomy, and he is filled with grief!