সুরা যূখরুফ : আয়াত ৩৮ ।

[38] حَتّىٰ إِذا جاءَنا قالَ يٰلَيتَ بَينى وَبَينَكَ بُعدَ المَشرِقَينِ فَبِئسَ القَرينُ
[38] অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত। কত হীন সঙ্গী সে।
[38] Till, when (such a one) comes to Us, he says [to his Qarîn (Satan / devil companion)] “Would that between me and you were the distance of the two easts (or the east and west)” a worst (type of) companion (indeed)!