সুরা যূখরুফ : আয়াত ৪৫ ।

[45] وَسـَٔل مَن أَرسَلنا مِن قَبلِكَ مِن رُسُلِنا أَجَعَلنا مِن دونِ الرَّحمٰنِ ءالِهَةً يُعبَدونَ
[45] আপনার পূর্বে আমি যেসব রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্যে?
[45] And ask (O Muhammad SAW) those of Our Messengers whom We sent before you: “Did We ever appoint âlihah (gods) to be worshipped besides the Most Gracious (Allâh)?”