সুরা ক্বামার : আয়াত ০৯ ।

[9] ۞ كَذَّبَت قَبلَهُم قَومُ نوحٍ فَكَذَّبوا عَبدَنا وَقالوا مَجنونٌ وَازدُجِرَ
[9] তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
[9] The people of Nûh (Noah) denied (their Messenger) before them, They rejected Our slave, and said: “A madman!” and he was insolently rebuked and threatened.