সুরা হাক্বকাহ : আয়াত ২৫ ।

[25] وَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِشِمالِهِ فَيَقولُ يٰلَيتَنى لَم أوتَ كِتٰبِيَه
[25] যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
[25] But as for him who will be given his Record in his left hand, will say: “I wish that I had not been given my Record!