[97] সুরা ক্বদর : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
[1] আমি একে নাযিল করেছি শবে-কদরে।
[1] Verily, We have sent it (this Qur’ân) down in the night of Al-Qadr (Decree)

সুরা ক্বদর : আয়াত ০৩(তিন)।

[3] لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
[3] শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
[3] The night of Al-Qadr (Decree) is better than a thousand months (i.e. worshipping Allâh in that night is better than worshipping Him a thousand months, i.e. 83 years and 4 months)

সুরা ক্বদর : আয়াত ০৪(চার)।

[4] تَنَزَّلُ المَلٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
[4] এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
[4] Therein descend the angels and the Rûh [Jibril (Gabriel)] by Allâh’s Permission with all Decrees,

সুরা ক্বদর : আয়াত ০৫(পাঁচ)।

[5] سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
[5] (All that night), there is Peace (and Goodness from Allâh to His believing slaves) until the appearance of dawn.