[৯৬] সুরা আলাক : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ
[1] পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
[1] Read! In the Name of your Lord, Who has created (all that exists),

সুরা আলাক : আয়াত ১৩(তেরো)।

[13] أَرَءَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ
[13] আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
[13] Tell me if he (Abû Jahl) denies (the truth, i.e. this Qur’ân), and turns away?

সুরা আলাক : আয়াত ১৫(পনের)।

[15] كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ
[15] কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
[15] Nay! If he (Abû Jahl) ceases not, We will catch him by the forelock —

সুরা আলাক : আয়াত ১৯(ঊনিশ)।

[19] كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب ۩
[19] কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।
[19] Nay! (O Muhammad (SAW))! Do not obey him (Abû Jahl). Fall prostrate and draw near to Allâh!