[৮৮] সুরা গাশিয়াহ : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[1] هَل أَتىٰكَ حَديثُ الغٰشِيَةِ
[1] আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
[1] Has there come to you the narration of the overwhelming (i.e. the Day of Resurrection)?

সুরা গাশিয়াহ : আয়াত ০২(দুই)।

[2] وُجوهٌ يَومَئِذٍ خٰشِعَةٌ
[2] অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
[2] Some faces, that Day, will be humiliated (in the Hell-fire, i.e. the faces of all disbelievers, Jews and Christians).

সুরা গাশিয়াহ : আয়াত ০৬।

[6] لَيسَ لَهُم طَعامٌ إِلّا مِن ضَريعٍ
[6] কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
[6] No food will there be for them but a poisonous thorny plant,

সুরা গাশিয়াহ : আয়াত ০৭(সাত)।

[7] لا يُسمِنُ وَلا يُغنى مِن جوعٍ
[7] এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
[7] Which will neither nourish nor avail against hunger

সুরা গাশিয়াহ : আয়াত ০৯(নয়)।

[9] لِسَعيِها راضِيَةٌ
[9] তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
[9] Glad with their endeavour (for their good deeds which they did in this world, along with the true Faith of Islâmic Monotheism).

সুরা গাশিয়াহ : আয়াত ১৭(সতেরো)।

[17] أَفَلا يَنظُرونَ إِلَى الإِبِلِ كَيفَ خُلِقَت
[17] তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
[17] Do they not look at the camels, how they are created?

সুরা গাশিয়াহ : আয়াত ১৮(আঠার)।

[18] وَإِلَى السَّماءِ كَيفَ رُفِعَت
[18] এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
[18] And at the heaven, how it is raised?

সুরা গাশিয়াহ : আয়াত ১৯(ঊনিশ)।

[19] وَإِلَى الجِبالِ كَيفَ نُصِبَت
[19] এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
[19] And at the mountains, how they are rooted (and fixed firm)?