[৮৭] সুরা আ’লা : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] سَبِّحِ اسمَ رَبِّكَ الأَعلَى
[1] আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
[1] Glorify the Name of your Lord, the Most High,

সুরা আ’লা : আয়াত ০৩(তিন)।

[3] وَالَّذى قَدَّرَ فَهَدىٰ
[3] এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
[3] And Who has measured (preordainments for everything even to be blessed or wretched); and then guided (i.e. showed mankind the right as well as wrong paths, and guided the animals to pasture);

সুরা আ’লা : আয়াত ০৭(সাত)।

[7] إِلّا ما شاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعلَمُ الجَهرَ وَما يَخفىٰ
[7] আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
[7] Except what Allâh, may will, He knows what is apparent and what is hidden.

সুরা আ’লা : আয়াত ১৪(চৌদ্দ)।

[14] قَد أَفلَحَ مَن تَزَكّىٰ
[14] নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
[14] Indeed whosoever purifies himself (by avoiding polytheism and accepting Islâmic Monotheism) shall achieve success,

সুরা আ’লা : আয়াত ১৫(পনেরো)।

[15] وَذَكَرَ اسمَ رَبِّهِ فَصَلّىٰ
[15] এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
[15] And remembers (glorifies) the Name of his Lord (worships none but Allâh), and prays (five compulsory prayers and Nawâfil — additional prayers).