[৮৬] সুরা তারিক : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] وَالسَّماءِ وَالطّارِقِ
[1] শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
[1] By the heaven, and At-Târiq (the night-comer, i.e. the bright star);

সুরা তারিক : আয়াত ০৪(চার)।

[4] إِن كُلُّ نَفسٍ لَمّا عَلَيها حافِظٌ
[4] প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
[4] There is no human being but has a protector over him (or her) (i.e. angels in charge of each human being guarding him, writing his good and bad deeds).

সুরা তারিক : আয়াত ০৫(পাঁচ)।

[5] فَليَنظُرِ الإِنسٰنُ مِمَّ خُلِقَ
[5] অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
[5] So let man see from what he is created!

সুরা তারিক : আয়াত ০৭(সাত)।

[7] يَخرُجُ مِن بَينِ الصُّلبِ وَالتَّرائِبِ
[7] এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
[7] Proceeding from between the back-bone and the ribs,

সুরা তারিক : আয়াত ১০(দশ)।

[10] فَما لَهُ مِن قُوَّةٍ وَلا ناصِرٍ
[10] সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
[10] Then he will have no power, nor any helper.

সুরা তারিক : আয়াত ১৩(তেরো)।

[13] إِنَّهُ لَقَولٌ فَصلٌ
[13] নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
[13] Verily, this (the Qur’ân) is the Word that separates (the truth from falsehood, and commands strict laws for mankind to cut the roots of evil).

সুরা তারিক : আয়াত ১৭(সতের)।

[17] فَمَهِّلِ الكٰفِرينَ أَمهِلهُم رُوَيدًا
[17] অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
[17] So give a respite to the disbelievers; deal gently with them for a while.