[21] ثُمَّ أَماتَهُ فَأَقبَرَهُ
[21] অতঃপর তার মৃত্যু ঘটান
ও কবরস্থ করেন তাকে।
[21] Then He causes him to die, and puts him in his grave;
Category Archives: ৮০. আবাসা (তিনি ভ্রুকুটি করলেন)
সুরা আ’বাসা : আয়াত ২২ ।
[22] ثُمَّ إِذا شاءَ أَنشَرَهُ
[22] এরপর যখন ইচ্ছা করবেন
তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
[22] Then, when it is His Will, He will resurrect him (again).
সুরা আ’বাসা : আয়াত ২৩ ।
[23] كَلّا لَمّا يَقضِ ما أَمَرَهُ
[23] সে কখনও কৃতজ্ঞ হয়নি,
তিনি তাকে যা আদেশ
করেছেন, সে তা পূর্ণ
করেনি।
[23] Nay, but (man) has not done what He commanded him.
সুরা আ’বাসা : আয়াত ২৪ ।
[24] فَليَنظُرِ الإِنسٰنُ إِلىٰ طَعامِهِ
[24] মানুষ তার খাদ্যের প্রতি
লক্ষ্য করুক,
[24] Then let man look at his food,
সুরা আ’বাসা : আয়াত ২৫ ।
[25] أَنّا صَبَبنَا الماءَ صَبًّا
[25] আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ
করেছি,
[25] We pour forth water in abundance,
সুরা আ’বাসা : আয়াত ২৬ ।
[26] ثُمَّ شَقَقنَا الأَرضَ شَقًّا
[26] এরপর আমি ভূমিকে বিদীর্ণ
করেছি,
[26] And We split the earth in clefts,
সুরা আ’বাসা : আয়াত ২৭ ।
[27] فَأَنبَتنا فيها حَبًّا
[27] অতঃপর তাতে উৎপন্ন করেছি
শস্য,
[27] And We cause therein the grain to grow,
সুরা আ’বাসা : আয়াত ২৮ ।
[28] وَعِنَبًا وَقَضبًا
[28] আঙ্গুর, শাক-সব্জি,
[28] And grapes and clover plants (i.e. green fodder for the cattle),
সুরা আ’বাসা : আয়াত ২৯ ।
[29] وَزَيتونًا وَنَخلًا
[29] যয়তুন, খর্জূর,
[29] And olives and date-palms,
সুরা আ’বাসা : আয়াত ৩০ ।
[30] وَحَدائِقَ غُلبًا
[30] ঘন উদ্যান,
[30] And gardens, dense with many trees,
সুরা আ’বাসা : আয়াত ৩১ ।
[31] وَفٰكِهَةً وَأَبًّا
[31] ফল এবং ঘাস
[31] And fruits and herbage.
সুরা আ’বাসা : আয়াত ৩২ ।
[32] مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
[32] তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
[32] (To be) a provision and benefit for you and your cattle.
সুরা আ’বাসা : আয়াত ৩৩ ।
[33] فَإِذا جاءَتِ الصّاخَّةُ
[33] অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ
আসবে,
[33] Then, when there comes As-Sâkhkhah (the second blowing of the Trumpet on
the Day of Resurrection) —
সুরা আ’বাসা : আয়াত ৩৪ ।
[34] يَومَ يَفِرُّ المَرءُ مِن أَخيهِ
[34] সেদিন পলায়ন করবে মানুষ
তার ভ্রাতার কাছ থেকে,
[34] That Day shall a man flee from his brother,
সুরা আ’বাসা : আয়াত ৩৫ ।
[35] وَأُمِّهِ وَأَبيهِ
[35] তার মাতা, তার পিতা,
[35] And from his mother and his father,
সুরা আ’বাসা : আয়াত ৩৬ ।
[36] وَصٰحِبَتِهِ وَبَنيهِ
[36] তার পত্নী ও তার
সন্তানদের কাছ থেকে।
[36] And from his wife and his children.
সুরা আ’বাসা : আয়াত ৩৭ ।
[37] لِكُلِّ امرِئٍ مِنهُم يَومَئِذٍ شَأنٌ يُغنيهِ
[37] সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা
থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত
করে রাখবে।
[37] Everyman, that Day, will have enough to make him careless of others.
সুরা আ’বাসা : আয়াত ৩৮।
[38] وُجوهٌ يَومَئِذٍ مُسفِرَةٌ
[38] অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
[38] Some faces that Day, will be bright (true believers of Islâmic
Monotheism).
সুরা আ’বাসা : আয়াত ৩৯।
[39] ضاحِكَةٌ مُستَبشِرَةٌ
[39] সহাস্য ও প্রফুল্ল।
[39] Laughing, rejoicing at good news (of Paradise).
সুরা আ’বাসা : আয়াত ৪০ ।
[40] وَوُجوهٌ يَومَئِذٍ عَلَيها غَبَرَةٌ
[40] এবং অনেক মুখমন্ডল সেদিন
হবে ধুলি ধূসরিত।
[40] And other faces, that Day, will be dust-stained;