[৭৯] সুরা নাজিয়াত : আয়াত ০১ ।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] وَالنّٰزِعٰتِ غَرقًا
[1] শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
[1] By those (angels) who pull out (the souls of the disbelievers and the wicked) with great violence;

সুরা নাজিয়াত : আয়াত ০৫ ।

[5] فَالمُدَبِّرٰتِ أَمرًا
[5] শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
[5] And by those angels who arrange to do the Commands of their Lord, (so verily, you disbelievers will be called to account).

সুরা নাজিয়াত : আয়াত ০৬ ।

[6] يَومَ تَرجُفُ الرّاجِفَةُ
[6] যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
[6] On the Day (when the first blowing of the Trumpet is blown), the earth and the mountains will shake violently (and everybody will die),

সুরা নাজিয়াত : আয়াত ১০ ।

[10] يَقولونَ أَءِنّا لَمَردودونَ فِى الحافِرَةِ
[10] তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
[10] They say: “Shall we indeed be returned to (our) former state of life?

সুরা নাজিয়াত : আয়াত ১৩ ।

[13] فَإِنَّما هِىَ زَجرَةٌ وٰحِدَةٌ
[13] অতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
[13] But, it will be only a single Zajrah [shout (i.e., the second blowing of the Trumpet)]. (See Verse 37:19)

সুরা নাজিয়াত : আয়াত ১৬ ।

[16] إِذ نادىٰهُ رَبُّهُ بِالوادِ المُقَدَّسِ طُوًى
[16] যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
[16] When his Lord called him in the sacred valley of Tûwa.

সুরা নাজিয়াত : আয়াত ১৭ ।

[17] اذهَب إِلىٰ فِرعَونَ إِنَّهُ طَغىٰ
[17] ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
[17] Go to Fir’aun (Pharaoh), verily, he has transgressed all bounds (in crimes, sins, polytheism, disbelief).

সুরা নাজিয়াত : আয়াত ১৮ ।

[18] فَقُل هَل لَكَ إِلىٰ أَن تَزَكّىٰ
[18] অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
[18] And say to him: “Would you purify yourself (from the sin of disbelief by becoming a believer)”,

সুরা নাজিয়াত : আয়াত ১৯ ।

[19] وَأَهدِيَكَ إِلىٰ رَبِّكَ فَتَخشىٰ
[19] আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
[19] And that I guide you to your Lord, so you should fear Him?