[৭৮] সুরা নাবা : আয়াত ০১ ।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] عَمَّ يَتَساءَلونَ
[1] তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
[1] What are they asking (one another about)?

সুরা নাবা : আয়াত ১৮ ।

[18] يَومَ يُنفَخُ فِى الصّورِ فَتَأتونَ أَفواجًا
[18] যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
[18] The Day when the Trumpet will be blown, and you shall come forth in crowds (groups after groups). (Tafsir At-Tabari)

সুরা নাবা : আয়াত ২০ ।

[20] وَسُيِّرَتِ الجِبالُ فَكانَت سَرابًا
[20] এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
[20] And the mountains shall be moved away from their places and they will be as if they were a mirage.