[৭১] সুরা নূহ : আয়াত ০১ ।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] إِنّا أَرسَلنا نوحًا إِلىٰ قَومِهِ أَن أَنذِر قَومَكَ مِن قَبلِ أَن يَأتِيَهُم عَذابٌ أَليمٌ
[1] আমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি একথা বলেঃ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর, তাদের প্রতি মর্মন্তদ শাস্তি আসার আগে।
[1] Verily, We sent Nûh (Noah) to his people (Saying): “Warn your people before there comes to them a painful torment.”

সুরা নূহ : আয়াত ০২ ।

[2] قالَ يٰقَومِ إِنّى لَكُم نَذيرٌ مُبينٌ
[2] সে বলল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী।
[2] He said: “O my people! Verily, I am a plain warner to you,

সুরা নূহ : আয়াত ০৩ ।

[3] أَنِ اعبُدُوا اللَّهَ وَاتَّقوهُ وَأَطيعونِ
[3] এ বিষয়ে যে, তোমরা আল্লাহ তা’আলার এবাদত কর, তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
[3] “That you should worship Allâh (Alone), be dutiful to Him, and obey me,

সুরা নূহ : আয়াত ০৪ ।

[4] يَغفِر لَكُم مِن ذُنوبِكُم وَيُؤَخِّركُم إِلىٰ أَجَلٍ مُسَمًّى ۚ إِنَّ أَجَلَ اللَّهِ إِذا جاءَ لا يُؤَخَّرُ ۖ لَو كُنتُم تَعلَمونَ
[4] আল্লাহ তা’আলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহ তা’আলার নির্দিষ্টকাল যখন হবে, তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে!
[4] “He (Allâh) will forgive you of your sins and respite you to an appointed term. Verily, the term of Allâh when it comes, cannot be delayed, if you but knew.”

সুরা নূহ : আয়াত ০৫ ।

[5] قالَ رَبِّ إِنّى دَعَوتُ قَومى لَيلًا وَنَهارًا
[5] সে বললঃ হে আমার পালনকর্তা! আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি;
[5] He said: “O my Lord! Verily, I have called my people night and day (i.e. secretly and openly to accept the doctrine of Islâmic Monotheism) ,

সুরা নূহ : আয়াত ০৭ ।

[7] وَإِنّى كُلَّما دَعَوتُهُم لِتَغفِرَ لَهُم جَعَلوا أَصٰبِعَهُم فى ءاذانِهِم وَاستَغشَوا ثِيابَهُم وَأَصَرّوا وَاستَكبَرُوا استِكبارًا
[7] আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে অঙ্গুলি দিয়েছে, মুখমন্ডল বস্ত্রাবৃত করেছে, জেদ করেছে এবং খুব ঔদ্ধত্য প্রদর্শন করেছে।
[7] “And verily, every time I called unto them that You might forgive them, they thrust their fingers into their ears, covered themselves up with their garments, and persisted (in their refusal), and magnified themselves in pride.

সুরা নূহ : আয়াত ০৯ ।

[9] ثُمَّ إِنّى أَعلَنتُ لَهُم وَأَسرَرتُ لَهُم إِسرارًا
[9] অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি।
[9] “Then verily, I proclaimed to them in public, and I have appealed to them in private,

সুরা নূহ : আয়াত ১০ ।

[10] فَقُلتُ استَغفِروا رَبَّكُم إِنَّهُ كانَ غَفّارًا
[10] অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
[10] “I said (to them): ‘Ask forgiveness from your Lord; Verily, He is Oft-Forgiving;

সুরা নূহ : আয়াত ১২ ।

[12] وَيُمدِدكُم بِأَموٰلٍ وَبَنينَ وَيَجعَل لَكُم جَنّٰتٍ وَيَجعَل لَكُم أَنهٰرًا
[12] তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।
[12] ‘And give you increase in wealth and children, and bestow on you gardens and bestow on you rivers.’ “

সুরা নূহ : আয়াত ১৩ ।

[13] ما لَكُم لا تَرجونَ لِلَّهِ وَقارًا
[13] তোমাদের কি হল যে, তোমরা আল্লাহ তা’আলার শ্রেষ্টত্ব আশা করছ না।
[13] What is the matter with you, that [you fear not Allâh (His punishment), and] you hope not for reward (from Allâh or you believe not in His Oneness).

সুরা নূহ : আয়াত ১৪ ।

[14] وَقَد خَلَقَكُم أَطوارًا
[14] অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন।
[14] While He has created you in (different) stages [i.e. first Nutfah, then ‘Alaqah and then Mudghah, see (VV.23:13,14)].

সুরা নূহ : আয়াত ১৫ ।

[15] أَلَم تَرَوا كَيفَ خَلَقَ اللَّهُ سَبعَ سَمٰوٰتٍ طِباقًا
[15] তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
[15] See you not how Allâh has created the seven heavens one above another,

সুরা নূহ : আয়াত ১৬ ।

[16] وَجَعَلَ القَمَرَ فيهِنَّ نورًا وَجَعَلَ الشَّمسَ سِراجًا
[16] এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে।
[16] And has made the moon a light therein, and made the sun a lamp?

সুরা নূহ : আয়াত ১৭ ।

[17] وَاللَّهُ أَنبَتَكُم مِنَ الأَرضِ نَباتًا
[17] আল্লাহ তা’আলা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদগত করেছেন।
[17] And Allâh has brought you forth from the (dust of) earth. (Tafsir At-Tabarî)

সুরা নূহ : আয়াত ১৮ ।

[18] ثُمَّ يُعيدُكُم فيها وَيُخرِجُكُم إِخراجًا
[18] অতঃপর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন।
[18] Afterwards He will return you into it (the earth), and bring you forth (again on the Day of Resurrection)?