সুরা নাজিয়াত : আয়াত ২৫ ।

[25] فَأَخَذَهُ اللَّهُ نَكالَ الءاخِرَةِ وَالأولىٰ
[25] অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
[25] So Allâh, seized him with punishment for his last and first transgression. [Tafsir At-Tabari]

সুরা নাজিয়াত : আয়াত ২৬ ।

[26] إِنَّ فى ذٰلِكَ لَعِبرَةً لِمَن يَخشىٰ
[26] যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
[26] Verily, in this is an instructive admonition for whosoever fears Allâh.

সুরা নাজিয়াত : আয়াত ২৭ ।

[27] ءَأَنتُم أَشَدُّ خَلقًا أَمِ السَّماءُ ۚ بَنىٰها
[27] তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
[27] Are you more difficult to create, or is the heaven that He constructed?

সুরা নাজিয়াত : আয়াত ২৯ ।

[29] وَأَغطَشَ لَيلَها وَأَخرَجَ ضُحىٰها
[29] তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
[29] Its night He covers with darkness, and its forenoon He brings out (with light).

সুরা নাজিয়াত : আয়াত ৩৩ ।

[33] مَتٰعًا لَكُم وَلِأَنعٰمِكُم
[33] তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
[33] (To be) a provision and benefit for you and your cattle,

সুরা নাজিয়াত : আয়াত ৩৬ ।

[36] وَبُرِّزَتِ الجَحيمُ لِمَن يَرىٰ
[36] এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
[36] And Hell-fire shall be made apparent in full view for (every) one who sees,

সুরা নাজিয়াত : আয়াত ৩৮ ।

[38] وَءاثَرَ الحَيوٰةَ الدُّنيا
[38] এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
[38] And preferred the life of this world (by following his evil desires and lusts),

সুরা নাজিয়াত : আয়াত ৪০ ।

[40] وَأَمّا مَن خافَ مَقامَ رَبِّهِ وَنَهَى النَّفسَ عَنِ الهَوىٰ
[40] পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
[40] But as for him who feared standing before his Lord, and restrained himself from impure evil desires, and lusts.