[১৪] সুরা ইবরাহীম : আয়াত ৪৬ ।

[46] وَقَد مَكَروا مَكرَهُم وَعِندَ اللَّهِ مَكرُهُم وَإِن كانَ مَكرُهُم لِتَزولَ مِنهُ الجِبالُ
[46] তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কু-চক্রান্ত। তাদের কুটকৌশল পাহাড় টলিয়ে দেয়ার মত হবে না।
[46] Indeed, they planned their plot, and their plot was with Allâh, though their plot was was not such as to remove the mountains (real mountains or the Islâmic law) from their places (as it is of no importance) (Tafsir Ibn Kathir).