[১৭] সুরা বনী-ইসরাঈল : আয়াত ০২ ।

[2] وَءاتَينا موسَى الكِتٰبَ وَجَعَلنٰهُ هُدًى لِبَنى إِسرٰءيلَ أَلّا تَتَّخِذوا مِن دونى وَكيلًا

[2] আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনী-ইসরাঈলের জন্যে হেদায়েতে পরিণত করেছি যে, তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনিবাহী স্থির করো না।

[2] And We gave Mûsa (Moses) the Scripture and made it a guidance for the Children of Israel (saying): “Take not other than Me as (your) Wakîl (Protector, Lord, or Disposer of your affairs).