[১৭] সুরা বনী-ইসরাঈল : আয়াত ৫৪ ।

[54] رَبُّكُم أَعلَمُ بِكُم ۖ إِن يَشَأ يَرحَمكُم أَو إِن يَشَأ يُعَذِّبكُم ۚ وَما أَرسَلنٰكَ عَلَيهِم وَكيلًا

[54] তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালভাবে জ্ঞাত আছেন। তিনি যদি চান, তোমাদের প্রতি রহমত করবেন কিংবা যদি চান, তোমাদের আযাব দিবেন। আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি।

[54] Your Lord knows you best, if He wills, He will have mercy on you, or if He wills, He will punish you. And We have not sent you (O Muhammad SAW) as a guardian over them.