[১৮] সুরা কা’হফ : আয়াত ৭১ ।

[71] فَانطَلَقا حَتّىٰ إِذا رَكِبا فِى السَّفينَةِ خَرَقَها ۖ قالَ أَخَرَقتَها لِتُغرِقَ أَهلَها لَقَد جِئتَ شَيـًٔا إِمرًا

[71] অতঃপর তারা চলতে লাগলঃ অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মূসা বললেনঃ আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেয়ার জন্যে এতে ছিদ্র করে দিলেন? নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন।

[71] So they both proceeded, till, when they embarked the ship, he (Khidr) scuttled it. Mûsa (Moses) said: “Have you scuttled it in order to drown its people? Verily, you have committed a thing “Imr” (a Munkar – evil, bad, dreadful thing).”