[১৯] সুরা মারঈয়াম : আয়াত ৩৭ ।

[37] فَاختَلَفَ الأَحزابُ مِن بَينِهِم ۖ فَوَيلٌ لِلَّذينَ كَفَروا مِن مَشهَدِ يَومٍ عَظيمٍ
[37] অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্যে ধবংস।
[37] Then the sects differed [i.e. the Christians about ‘Īsā (Jesus) A.S.], so woe unto the disbelievers [those who gave false witness by saying that ‘Īsā (Jesus) is the son of Allâh] from the Meeting of a great Day (i.e. the Day of Resurrection, when they will be thrown in the blazing Fire).