[২৩] সুরা মু’মিনুন : আয়াত ৭০ ।

[70] أَم يَقولونَ بِهِ جِنَّةٌ ۚ بَل جاءَهُم بِالحَقِّ وَأَكثَرُهُم لِلحَقِّ كٰرِهونَ
[70] না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
[70] Or say they: “There is madness in him?” Nay, but he brought them the truth [i.e. “Tauhîd: Worshipping Allâh Alone in all aspects The Qur’ân and the religion of Islâm,”] but most of them (the disbelievers) are averse to the truth.