[২৪] সুরা নুর : আয়াত ৫১ ।

[51] إِنَّما كانَ قَولَ المُؤمِنينَ إِذا دُعوا إِلَى اللَّهِ وَرَسولِهِ لِيَحكُمَ بَينَهُم أَن يَقولوا سَمِعنا وَأَطَعنا ۚ وَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ
[51] মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই সফলকাম।
[51] The only saying of the faithful believers, when they are called to Allâh (His Words, the Qur’ân) and His Messenger (SAW), to judge between them, is that they say: “We hear and we obey.” And such are the successful (who will live forever in Paradise).