[২৫] সুরা ফুরকান : আয়াত ১৭ ।

[17] وَيَومَ يَحشُرُهُم وَما يَعبُدونَ مِن دونِ اللَّهِ فَيَقولُ ءَأَنتُم أَضلَلتُم عِبادى هٰؤُلاءِ أَم هُم ضَلُّوا السَّبيلَ
[17] সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করত তাদেরকে, সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল?
[17] And on the Day when He will gather them together and that which they worship besides Allâh [idols, angels, pious men, saints, ‘Īsā (Jesus) son of Maryam (Mary), etc.]. He will say: “Was it you who misled these My slaves or did they (themselves) stray from the (Right) Path?”