সুরা মু’মিন : আয়াত ৩৭ ।

[37] أَسبٰبَ السَّمٰوٰتِ فَأَطَّلِعَ إِلىٰ إِلٰهِ موسىٰ وَإِنّى لَأَظُنُّهُ كٰذِبًا ۚ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرعَونَ سوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبيلِ ۚ وَما كَيدُ فِرعَونَ إِلّا فى تَبابٍ
[37] আকাশের পথে, অতঃপর উঁকি মেরে দেখব মূসার আল্লাহকে। বস্তুতঃ আমি তো তাকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল।
[37] “The ways of the heavens, and I may look upon the Ilâh (God) of Mûsa (Moses) But verily, I think him to be a liar.” Thus it was made fair-seeming, in Fir’aun’s (Pharaoh) eyes, the evil of his deeds, and he was hindered from the (Right) Path, and the plot of Fir’aun (Pharaoh) led to nothing but loss and destruction (for him).