সুরা মু’মিন : আয়াত ৬৬ ।

[66] ۞ قُل إِنّى نُهيتُ أَن أَعبُدَ الَّذينَ تَدعونَ مِن دونِ اللَّهِ لَمّا جاءَنِىَ البَيِّنٰتُ مِن رَبّى وَأُمِرتُ أَن أُسلِمَ لِرَبِّ العٰلَمينَ
[66] বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা কর, তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে।
[66] Say (O Muhammad SAW): “I have been forbidden to worship those whom you worship besides Allâh, since there have come to me evidences from my Lord, and I am commanded to submit (in Islâm) to the Lord of the ‘Alamîn (mankind, jinn and all that exists).