সুরা হাশর : আয়াত ১৬ ।

[16] كَمَثَلِ الشَّيطٰنِ إِذ قالَ لِلإِنسٰنِ اكفُر فَلَمّا كَفَرَ قالَ إِنّى بَريءٌ مِنكَ إِنّى أَخافُ اللَّهَ رَبَّ العٰلَمينَ
[16] তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তা’আলাকে ভয় করি।
[16] (Their allies deceived them) like Shaitân (Satan), when he says to man: “Disbelieve in Allâh.” But when (man) disbelieves in Allâh, Shaitân (Satan) says: “I am free of you, I fear Allâh, the Lord of the ‘Alamîn (mankind, jinn and all that exists)!”