[14] يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِنَّ مِن أَزوٰجِكُم
وَأَولٰدِكُم عَدُوًّا لَكُم فَاحذَروهُم ۚ وَإِن تَعفوا وَتَصفَحوا وَتَغفِروا
فَإِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ
[14] হে মুমিনগণ, তোমাদের কোন কোন স্ত্রী ও সন্তান-সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাক। যদি মার্জনা কর, উপেক্ষা কর, এবং ক্ষমা কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়।
[14] O you who believe! Verily, among your wives and your children are your
enemies (who may stop you from the obedience of Allâh), therefore beware of
them! But if you pardon (them) and overlook, and forgive (their faults), then
verily, Allâh is Oft-Forgiving, Most Merciful.