সুরা তাহরীম : আয়াত ১২ ।

[12] وَمَريَمَ ابنَتَ عِمرٰنَ الَّتى أَحصَنَت فَرجَها فَنَفَخنا فيهِ مِن روحِنا وَصَدَّقَت بِكَلِمٰتِ رَبِّها وَكُتُبِهِ وَكانَت مِنَ القٰنِتينَ
[12] আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বানী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারীনীদের একজন।
[12] And Maryam (Mary), the daughter of ‘Imrân who guarded her chastity; and We breathed into (the sleeve of her shirt or her garment) through Our Rûh [i.e. Jibril (Gabriel)], and she testified to the truth of the Words of her Lord

[i.e. believed in the Words of Allâh: "Be!" and he was; that is ‘Īsā
(Jesus) son of Maryam (Mary) as a Messenger of Allâh]

, and (also believed in) His Scriptures, and she was of the Qanitun (i.e. obedient to Allâh).