[০৭] সুরা আরাফ : আয়াত ২৮ ।

[28] وَإِذا فَعَلوا فٰحِشَةً قالوا وَجَدنا عَلَيها ءاباءَنا وَاللَّهُ أَمَرَنا بِها ۗ قُل إِنَّ اللَّهَ لا يَأمُرُ بِالفَحشاءِ ۖ أَتَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ

[28] তারা যখন কোন মন্দ কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দকাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ কর, যা তোমরা জান না।

[28] And when they commit a Fâhishah (evil deed, going round the Ka’bah in naked state, and every kind of unlawful sexual intercourse), they say: “We found our fathers doing it, and Allâh has commanded it on us.” Say: “Nay, Allâh never commands of Fâhishah. Do you say of Allâh what you know not?