[০৮] সুরা আনফাল : আয়াত ৩১ ।

[31] وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا قالوا قَد سَمِعنا لَو نَشاءُ لَقُلنا مِثلَ هٰذا ۙ إِن هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ
[31] আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি; এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয়।
[31] And when Our Verses (of the Qur’ân) are recited to them, they say: “We have heard this (the Qur’ân); if we wish we can say the like of this. This is nothing but the tales of the ancients.”