[০৮] সুরা আনফাল : আয়াত ৩৫ ।

[35] وَما كانَ صَلاتُهُم عِندَ البَيتِ إِلّا مُكاءً وَتَصدِيَةً ۚ فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكفُرونَ
[35] আর কা’বার নিকট তাদের নামায বলতে শিস দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব, এবার নিজেদের কৃত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ কর।
[35] Their Salât (prayer) at the House (of Allâh, i.e. the Ka’bah at Makkah) was nothing but whistling and clapping of hands. Therefore taste the punishment because you used to disbelieve