[০৯] সুরা তাওবা : আয়াত ৫৯ ।

[59] وَلَو أَنَّهُم رَضوا ما ءاتىٰهُمُ اللَّهُ وَرَسولُهُ وَقالوا حَسبُنَا اللَّهُ سَيُؤتينَا اللَّهُ مِن فَضلِهِ وَرَسولُهُ إِنّا إِلَى اللَّهِ رٰغِبونَ

[59] কতই না ভাল হত, যদি তারা সন্তুষ্ট হত আল্লাহ ও তার রসূলের উপর এবং বলত, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট, আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তাঁর রসূলও, আমরা শুধু আল্লাহকেই কামনা করি।

[59] Would that they were contented with what Allâh and His Messenger (SAW) gave them and had said: “Allâh is Sufficient for us. Allâh will give us of His Bounty, and so will His Messenger (from alms, etc.). We implore Allâh (to enrich us).”